প্রকাশ: ১২:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস।
আজ ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা সবসময় তরুণ ও যুবকদের নানাভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন। তিনি মনে প্রাণে চান, তরুণরা চাকুরি না করে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠুক। সুয়োগ তৈরি করে নিযে তিনি তাঁর নানা বক্তৃতায় এ প্রসঙ্গটি টেনে আনেন।