ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

মৌসুমী বায়ু সক্রিয়, ঢাকা সহ নানা জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

মৌসুমী বায়ু সক্রিয়, ঢাকা সহ নানা জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত।

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে ঢাকায়। দু’তিন দিন ধরে প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠেছিল মানুষ। অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ স্বস্তির বৃষ্টি মানুষের শরীর ও মনকে যেন প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে । 

ঢাকার আবহওয়া অফিস বলছে দেশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। 

মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের দিক ও গতি: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬-১০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে।   
ঢাকায় সন্ধ্যা ৬টায় আপেক্ষিক আর্দ্রতা: ৭৭%

আজ সন্ধাতেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সন্তাধার পরে কাল সকাল অব্দি তাপমাত্রা: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন