ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭
শিরোনাম
বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে।
বিশ্ব থেকে আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলে নেবে। তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি পদক্ষেপ না নেয়, তাহলে রাশিয়া ও চীন এটা দখল করে নেবে।’
ভারত ও জার্মানির কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পর্যালোচনা করবেন। তাদের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পাবে।
দেশব্যাপী প্রাণঘাতী বিক্ষোভের মুখে ইরানের পার্লামেন্ট গত রবিবার এক জরুরি অধিবেশনে মিলিত হয়। রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালায়, তবে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল হবে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’।
ইরানের শোচনীয় অর্থনৈতিক অবস্থা এবং ভয়াবহ খাদ্য সংকটের প্রতিবাদে দেশটিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত শনিবার ইউরোপের প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীরা সমবেত হন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের বিখ্যাত `মালিভেল্ড` নামক বিশাল ঘাস চত্বরে শত শত মানুষ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে তার নতুন কূটনৈতিক দায়িত্ব শুরু হলো।
রাশিয়ার কাছ থেকে তেল নেয়, এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের বিল ভারতের জন্য নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। এই বিলটির নাম `রাশিয়ান স্যাংশনস বিল`।
ইরানে টানা ১৩ দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি রাজপথে আন্দোলনরতদের তীব্র সমালোচনা করেছেন। ইরানের চূড়ান্ত ক্ষমতার অধিকারী খামেনি বিক্ষোভকারীদের ‘একদল দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা হলো তার ‘নৈতিকতা’।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলাকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।
তুষারপাত ও তীব্র শীতের কারণে বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।পাশাপাশি ফ্রান্সের রাজধানীর অরলি বিমানবন্দরে বাতিল করা হয়েছে আরো ৪০টি ফ্লাইট। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানান।