চীনের চেচিয়াং প্রদেশের উচেনে, আজ (শুক্রবার) শুরু হয়েছে, ২০২৫ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: “উন্মুক্ত সহযোগিতা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্মার্ট ভবিষ্যত গঠন—যৌথভাবে সাইবারস্পেসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা”।