ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’রাতের ভোটে লেনদেন ১০ হাজার কোটি’
Scroll
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
Scroll
২৫টি রাজনৈতিক দলের প্রার্থী আছে চট্টগ্রামে
Scroll
যুক্তরাষ্ট্রের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা
Scroll
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
Scroll
জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত: জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত
Scroll
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোট নেতাদের সাক্ষাৎ
Scroll
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
Scroll
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
Scroll
বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক
Scroll
মনোনয়ন গ্রহণ, বাতিল: ইসিতে পঞ্চম দিনে আরো ৭৩ আপিল মঞ্জুর
Scroll
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
Scroll
দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনা প্রধান
Scroll
শুল্ক বাধা সত্ত্বেও চীনের রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত
Scroll
স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, রুপার দাম ৯০ ডলারে পৌঁছেছে
Scroll
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০
Scroll
নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা
Scroll
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স বিধিমালা জারি করেছে এনবিআর
Scroll
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সাভারের গরুর ব্যবসায়ী এখন শব্জি বিক্রেতা

মো: নাইম হোসেন তালুকদার

প্রকাশ: ১৫:৫২, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ২১ আগস্ট ২০২৫

সাভারের গরুর ব্যবসায়ী এখন শব্জি বিক্রেতা

আবুল হোসেন (৫০) শব্জি বিক্রি করছেন। ছবি: লেখকের।

আগে তিনি ছিলেন একজন গরুর ব্যাপারী। আবুল হোসেন (৫০) তাঁর নাম। আবুল হোসেন থাকেন সাভারের আখরাইন নামক একটি গ্রামে। প্রতিনিয়ত গরু বেচাকেনা করতেন। সেসময়, এমনও দিন গেছে যে দিনে তিনি ১ লক্ষ ২০ হাজার টাকা লাভ করেছেন। গরুগুলো তিনি কিরতেন সাভারের বিভিন্ন গ্রামের গৃহস্থলীর বাসা থেকে আর বিক্রি করতেন বিভিন্ন হাটে, বিশেষত গাবতলীতে। তিনি জানান, ঈদের মৌসুমগুলোতে অনেক লাভ করতেন তিনি। তাছাড়া সাধারণ দিনগুলোতে গরু প্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা লাভ থাকতো। শুধু যে গরু ব্যবসায় লাভ হয় তা না, কখেনও কখনও ক্ষতিও হতো। তিনি বললেন, যখন গরু কিনে গোয়াল ঘরে রাখতেন তখন সেগুলোকে একটু বেশি স্বাস্থ্যবান দেখাতো । কিন্তু এক দুইদিন রাখার পর সামান্য হলেও গরুর চেহারা একট মলিন হয়ে যেত। তখন একটু কম দামে বিক্রি করতে হতো। এই যে লাভ-ক্ষতির বিষয়, তা তিনি মেনেই নিয়েছিলেন। “প্রথম পর্যায়ে ক্ষতি হলে পরে আমি উন্নতি করে তা পুষিয়ে নিতাম,“ তিনি বলেন।  তাঁর ব্যবসা এবং সংসার ভালই চলছিল।

কিন্তু আপদ ঘটে একদিন।  বছর কয়েক আগে একদিন ৪ টি গরু কিনে সেগুলো তাঁর বাসার গোয়ালে ‍রেখেছিলেন।  ওগুলো পরদিন সকালে গাবতলী হাটে বিক্রি করার কথা ছিল তাঁর। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে রাতে গরুগুলো চুরি হয়ে যায়! এটি তার জন্য চরম একটি ধাক্কা ছিল। হাতের সকল টাকা শেষ হয়ে যায় এক সময়। টাকার সংকটে পড়েন তিনি।  আবুল হেসেনের ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি ছিল না। তার সকল টাকা দিয়ে গরুগুলো কিনেছিলেন। এক রাতেই শেষ হয়ে যায় তার এই লাভজনক ব্যবসাটি। পরে বাধ্য হয়ে তিনি এখন দুয়ারীপাড়ার বাজারে সবজি বিক্রি করেন।

আবারও গরুর ব্যবসা করবেন কি না এই প্রশ্ন করলে তিনি বলেন গরু কেনা বেচার ব্যবসা তিনি আর করবেন না। কেননা, এই ব্যবসায় যেমন লাভ হয় তেমনি ক্ষতিও হয় এবং এই ব্যবসায় খুব কষ্ট, দিনরাত কাজ করতে হয়। এখন তিনি সরাসরি কৃষকের কাছ থেকে অথবা পাইকারি বাজার থেকে নানা ধরনের সবজি কম দামে কিনে আনেন। আর দুয়ারী পাড়ার ওয়েস্টার্ন হাউজিং এ অল্প কিছু লাভে বিক্রি করেন। এখন প্রতিদিন তাঁর মূলধন হলো প্রায় ৩,৫০০ থেকে ৪ হাজার টাকা । পাইকারি বাজার থেকে কেনার পর সবজিগুলো কয়েকজন মিলে একটি মিনি ট্রাক ভাড়া করে দুয়ারীপাড়ায় বাজারে আনেন। এতে প্রত্যেকজনের প্রায় আড়াইশো টাকা খরচ হয়।

কেন এই ব্যবসায় আসলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা একটা স্বাধীন ব্যবসা এবং মূলধন কম হলেও সংসার চলে যায়। আগের ব্যবসা থেকে কষ্ট অনেক কম। তিনি সবজিগুলো পাইকারি বাজার থেকে সকাল ছয়টার মধ্যে সংগ্রহ করে ফেলেন এবং তা নিয়ে দুয়ারীপাড়া বাজারে আসেন এবং আনুমানিক দুপুর একটা থেকে দুইটার মধ্যে তার সকল সবজি বিক্রি হয়ে যায়। এগুলো বিক্রি করে দিনে প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা লাভ থাকে।

এই যে ব্যবসা করেন, এতে কোন ধরনের বাধা-বিপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল ব্যবসাতেই কম বেশি বাধাবিপত্তি আছে। এই ব্যবসাতেও বাধা বিপত্তি আছে। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, যেই বাজার থেকে পাইকারি সবজিগুলো তিনি কেনেন, সেখানে যখন বড় পাইকাররা যখন সবজি কেনেন, তখন তাঁরা অবহেলার শিকার হন। বড় পাইকারী ব্যবসায়ী চলে গেলে তাঁদের একটু বেশি দামে সবজি কিনতে হয়। তাছাড়া বসার স্থান নিয়ে কিছুটা বাধা থাকে কিন্তু এখন তেমনটা হচ্ছে না।

তাঁরা চার ভাই ও  এক বোন। তিনি পরিবারের চতুর্থ সন্তান। কয়েক বছর আগে তাঁর মা মারা গেছেন । ‍তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তাঁর সাথেই থাকতেন তার মা। আবুল হোসেনের একটি ছোট সংসার আছে । তাঁর একটি মাত্রই সন্তান সে এখন কেজি শ্রেণীতে পড়ে।

আরও পড়ুন