শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:৫৩, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৩, ১৩ নভেম্বর ২০২৫
প্রতীকি ছবি। সংগৃহীত।
লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে গেলে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানায়।
জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় বাসস এখবর দিয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন সুদানের, আটজন সোমালিয়ার, তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন ও ক্যামেরুনের একজন রয়েছেন।