ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

ইন্দোনেশিয়ায় বিস্তর কর্মসংস্থান ও বিনিয়োগ যথেষ্ট বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪৮, ২১ অক্টোবর ২০২৫

ইন্দোনেশিয়ায় বিস্তর কর্মসংস্থান ও বিনিয়োগ যথেষ্ট বৃদ্ধি

ইন্দোনেশিয়ায় কর্মযজ্ঞ বেড়েছে। ছবি: সংগৃহীত।


ইন্দোনেশিয়ার অর্থনৈতিক সমন্বয়কারী মন্ত্রণালয় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর প্রশাসনের প্রথম বছরে তার পূর্বসূরির প্রথম বছরের তুলনায় শক্তিশালী কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের সচিব সুসিউইজোনো মুগিয়ারসো বলেন, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ ৬ লক্ষ ৬৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাঁচ বছর আগে একই সময়ে সৃষ্ট ২ লক্ষ ২০ হাজার নতুন চাকরির তুলনায় এটি তিনগুণ বৃদ্ধি, খবর দিয়েছে ভিয়েতনাম নিউজ।

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, প্রাবোও-এর প্রথম বছরে ইন্দোনেশিয়াতে বিনিয়োগেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। মুগিয়ারসোর মতে, ২০২০ সালে গড় ত্রৈমাসিক বিনিয়োগ ছিল প্রায় ২০০ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ (IDR) (১২ বিলিয়ন মার্কিন ডলার)। ২০২৫ সালে এই সংখ্যা প্রতি ত্রৈমাসিকে ৪৫০ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া ছাড়িয়ে গেছে।

তিনি জোর দিয়ে বলেন যে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে বিনিয়োগ ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে যখন পরিবারভিত্তিক ভোগ এখনো মোট স্থির মূলধন গঠন (Gross Fixed Capital Formation - GFCF)-এর প্রধান চালক, যা বর্তমানে জিডিপি-এর ২৮ শতাংশ গঠন করে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন