ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

১১ কার্তিক ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড স্থাপন শুরু করেছেন প্রকৌশলীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০২৫

ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং প্যাড স্থাপন শুরু করেছেন প্রকৌশলীরা

প্রতীকি ছবি। বাসস।


আজ দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার পর বিকেল থেকে নতুন প্যাড স্থাপনের কাজ শুরু করেছে ন বাংলাদেশ ও জাপানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার পর আজ বিকেল ৩টার দিকে বেয়ারিং প্যাড পুনঃস্থাপনের কাজ শুরু হয়,’ রিপোর্ট বাসসের।

তিনি জানান, প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা ক্রেনের সহায়তায় পড়ে যাওয়া প্যাডের জায়গায় একটি বিকল্প প্যাড স্থাপনের কাজ করছেন।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকা একজন পথচারীর মৃত্যু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন