ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:০২, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:০৪, ১৮ অক্টোবর ২০২৫
ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে আজ বেলা আড়াইটার দিকে। ছবি: ইউএনবি।
শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (Cargo Village) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
নিয়ন্ত্রণের চেষ্টা: আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩ টি ফায়ার স্টেশনের ৩৭টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে, রিপোর্ট ইউএনবি’র।
সহযোগী বাহিনী: আগুন নেভানোর এই প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবির (BGB) দুটি প্লাটুন যুক্ত হয়েছে।
ফ্লাইট অপারেশন স্থগিত
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো এলাকায় দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে।
বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।
বাসস যোগ করেছে:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।