নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৭:০০, ১৯ অক্টোবর ২০২৫
প্রতীকি ছবি। সংগৃহীত।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট চলাচল স্বাাভবিক হয়ে আসছে। ফ্লাইট রাডার ২৪ ডট কম-এর তথ্য অনুযায়ী বেশিরভাগ বিমান যথাসময়ে নামছে ও বাংলাদেশের অভ্যন্তরীন রুট সহ পৃথিবীর বিভিন্ন দেশে উড্ডয়ন করছে।
গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার স্থান পরিদর্শন করার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন, “আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিমান চলাচল গত রাত ৯ টায় শুরু হবার কথা উল্লেখ করলেও ফ্লাইট রাডার ২৪ ডট কম গতকাল প্রায় মধ্যরাত থেকে দেশি-বিদেশী বিমানের অবতরণ ও উড্ডয়নের বিষয়টি উল্লেখ করে। মধ্যরাতে সিংগাপুর, মালয়েশিয়া, সউদি আরব, আাবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিমান উড্ডয়ন করে বলে ফ্লাইট রাডার তথ্য দিয়েছে। তবে বেশিরভাগ বিমান দেরিতে উড্ডয়ন ও আগমন করেছে। বিমান ছেড়ে যাওযা ও আগমনের মধ্যে ছেড়ে যাবার ক্ষেত্রে বিলম্বগুলো বেশি হয়েছে।