চবির ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়বেন ৫৬ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এতে গড়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫৬ জন পরীক্ষার্থী।