আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট: মাদুরো
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন স্পেশাল ফোর্সের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে আটকের দুই দিন পর নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়। সেখানে তিনি নিজের বিরুদ্ধে আনা নার্কো-টেরোরিজম (মাদক-সন্ত্রাস) বা মাদক চোরাচালান সংক্রান্ত অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করেন।