ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:১২, ২১ অক্টোবর ২০২৫
ছবি এঁকেছে জেমিনাই।
জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ করতে চান। ট্রাম্পের টোকিও সফরকে সামনে রেখে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় এখবর দিয়েছে বাসস।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে তাকাইচি বলেন, তিনি এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা করতে আগ্রহী।