ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ চান জাপানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:১২, ২১ অক্টোবর ২০২৫

ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ চান জাপানের প্রধানমন্ত্রী

ছবি এঁকেছে জেমিনাই।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘খোলামেলা আলোচনা’ করতে চান। ট্রাম্পের টোকিও সফরকে সামনে রেখে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় এখবর দিয়েছে বাসস। 

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে তাকাইচি বলেন, তিনি এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও দ্বিপাক্ষিক সম্পর্কসহ নানা বিষয়ে আলোচনা করতে আগ্রহী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন