ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৫৪, ২১ অক্টোবর ২০২৫

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

ছবি: বাসস।



ইথিওপিয়ার পূর্বাঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে মঙ্গলবার দেশটির গণমাধ্যম জানিয়েছে।

আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় এখবর দিয়েছে বাসস। 

স্থানীয় কর্মকর্তাদের সূত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জিবুতির সীমান্তের কাছে দেউয়েল শহর থেকে ২শ’ কিলোমিটার পথ অতিক্রম করে যাত্রীবাহী ট্রেনটি যখন দিরে দাওয়া যাচ্ছিল, তখন রাত ২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।

ডায়ার টিভির ফেসবুক পোস্টে বলা হয়েছে, দিরে দাওয়া-দেউয়েল লাইনে ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং আরও ২৯ জন গুরুতর ও হালকা আহত হয়েছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আউটলেট কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি উল্টে গেছে এবং অন্যগুলো বিচ্যুত হয়ে  পড়েছে।

প্রায় ১৩ কোটি জনসংখ্যা নিয়ে আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

১৯৮৫ সালে জিবুতি থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী একটি ট্রেন খাদে পড়ে ৪শ’ জনেরও বেশি লোক নিহত এবং ৫শ’ জন আহত হন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন