ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৩৭, ১৯ অক্টোবর ২০২৫
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। ছবি: বাসস।
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে।
খবর সাও পাওলো থেকে বার্তা সংস্থা এএফপির।
ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে ৩০ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।