ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

দেশে সোমবার দিবাগত রাতে কালী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:২১, ২১ অক্টোবর ২০২৫

দেশে সোমবার দিবাগত রাতে কালী পূজা অনুষ্ঠিত

বাংলাদেশ ও উপমহাদেশের অনেক এলাকায় সোমবার দিবাগত রাতে কালী পূজা সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সহ উপমহাদেশের একাধিক অঞ্চলে আজ সোমবার দিবাগত রাতে কালী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

কালীপূজা বা শ্যামাপূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, আসাম এবং ত্রিপুরাতে ব্যাপক জনপ্রিয় । 

এ দিন দীপাবলি উৎসব পালিত হয় অর্থাৎ প্রদীপ জ্বালানো হয়। দীপাবলি আলোর উৎসব। দীপাবলি অশুভ শক্তি নাশেরও উৎসব। এই উৎসবের উৎপত্তি বা শুরুর কারণ এবং সময় সম্বন্ধে সঠিক তথ্য না মিললেও, অনেকে বলে থাকেন যে, দীপাবলি একটি অতি প্রাচীন উৎসব। বেদে দীপাবলি উৎসবের উল্লেখ না মিললেও, ‘পদ্মপুরাণ’ এবং ‘স্কন্ধপুরাণে’ দীপাবলির উল্লেখ পাওয়া যায়।

এই দিন জীবনের অমানিশা দূর করার কামনা নিয়ে সনাতন ধর্মালম্বীরা প্রদীপ জ্বালিয়ে থাকেন। অশুভ শক্তি নাশকারিণী দেবীর আরাধনার মাধ্যমে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রাপ্তি কামনার উৎসব হল দীপাবলি। এই দিন অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করে অর্থ, সম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে দেবী মহালক্ষ্মীর উপাসনাও করা হয়।

দীপাবলি হল ভগবান রামচন্দ্রের দীর্ঘ বনবাসের পরে নিজ নগরী এবং নিজ গৃহে ফেরার দিন। ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর কাছে ফেরা এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিয়ের দিনও দীপাবলি হিসাবে পরিচিত।

এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন