ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪৬, ১৬ অক্টোবর ২০২৫
বাসস ফাইল ছবি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট। এবারের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী, রিপোর্ট বাসসের।
২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট।
এ বছর সব মিলিয়ে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।