নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৫
ছবি: বাসস
পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের (আগষ্ট ও সেপ্টেম্বর) বকেয়া বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও এস আই বি এল ব্যাংকের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়েছে। বিজিএমইএ এর অনুরোধের প্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ৫টি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকট থাকার কারণে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে রপ্তানিমূল্য প্রত্যাবসন হলেও অর্থ দিতে পারছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না। এতে করে শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল, বলছে বিজিএমইএর একটি প্রেস বিজ্ঞপ্তি।
এ অবস্থায় পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিরসনের অনুরোধ নিয়ে গত ২৬ আগষ্ট ২০২৫ বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর, ড. আহসান এইচ মনসুর এর সাথে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং বিজিএমইএ’র পরিচালকগন। এর ফলশ্রুতিতে, বাংলাদেশ ব্যাংক উপরোক্ত অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাকখাতের স্ব স্ব কারখানাগুলোকে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখিত ব্যাংকগুলো থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ অর্থ বুঝে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।