ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:৩১, ১২ নভেম্বর ২০২৫

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতীকি ছবি। বাসস।

 

 নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আজ বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন, রিপোর্ট বাসসের। 

তিনি জানান, ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অতিরিক্ত ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালত প্রাঙ্গণ, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় এবং এর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সেই অনুযায়ী বাহিনী বরাদ্দের জন্য দিনের শুরুতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন। বিষয়টিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সার্বিক আইন-শৃঙ্খলা ও  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন