শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৯, ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো ভবনে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। ডেইলী স্টার ভবনেও আগুন দেয়া হয়েছে। ছবি: নিউ এজ এর সৌজন্যে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ রাত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রতিবাদে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ। বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথম আলো ও ডেইলী স্টার ভবনে আগুন দিয়েছে। বিক্ষুব্ধ লোকজন এখনও (রাত ১:০৫ মিনিটে) প্রথম আলো ভবনের সামনে বিক্ষাভ করছেন। ডেইলী স্টার ভবনের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে আগুন নেভানোর কাজ করছেন বলে যমুনা টেলিভিশন লাইভ খবর প্রচার করছে।
অত্যন্ত সরব এলাকা বলে পরিচিত কারওয়ান বাজারে ট্রাফিক চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। সেনাবাহিনী ডেইলী স্টার ভবনের কাছ থেকে বিক্ষুব্ধ জনতাকে সরে যেতে অনুরোধ করছেন।