ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

নন-ডিসক্লোজার চুক্তি করতে নির্দেশ

রিজার্ভ: চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত পেতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক

অর্থ পাচারে ১১টি শিল্পগোষ্ঠী শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৫১, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১১, ৬ অক্টোবর ২০২৫

রিজার্ভ: চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত পেতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি: সংগৃহীত।

রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি)-সঙ্গে একটি সালিশ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এখন সালিশ ও মামলা উভয় প্রক্রিয়াতেই কাজ করছি। আরসিবিসিও সালিশের মাধ্যমে এটি সমাধান করতে চায়, রিপোর্ট বাসসের।

আমরা ইতোমধ্যেই আরসিবিসির সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেছি। আমাদের মামলা যুক্তরাষ্ট্রের আদালতেও চলমান। আমাদের আইনজীবীর মতে বাংলাদেশের পক্ষেই রায় আসবে। এছাড়া সালিশ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ দ্রুত ফেরত আসবে বলে আমরা আশাবাদী। 

প্রক্রিয়াটির সঙ্গে সম্পৃক্ত ওই কর্মকর্তা বাসসকে বলেন, বাংলাদেশ ব্যাংক আরসিবিসির কাছে মূল অর্থের পাশাপাশি সুদ ও আইনি খরচসহ একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দাবি করেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি ছিল একটি সাইবার হামলা। যেখানে হ্যাকাররা সুইফট সিস্টেম ব্যবহার করে প্রতারণামূলকভাবে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে থাকা প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার চুরির চেষ্টা করে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকাররা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে। এর মধ্যে, ৮১ মিলিয়ন ডলার ম্যানিলার আরসিবিসির চারটি অ্যাকাউন্টে এবং বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে স্থানান্তরিত হয়।

তবে, হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের চেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কা থেকে ওই অর্থ ফেরত পায়।

পরবর্তীতে, কর্তব্যে অবহেলার জন্য ফিলিপাইন আরসিবিসির কাছ থেকে যে জরিমানা আদায় করে, সেই অর্থ থেকে বাংলাদেশ ব্যাংক প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এখনও প্রায় ৬৬ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

একাধিক অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্ক সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সেই মামলায় থাকা তিনটি অভিযোগ খারিজ হয়ে যায়। একই বছরের জুন মাসে নিউইয়র্ক কোর্ট অব আপিলস মামলাটি অন্য আদালতে স্থানান্তরের জন্য আরসিবিসির আবেদন প্রত্যাখ্যান করে।

সম্প্রতি ঢাকার একটি সিনিয়র স্পেশাল জজ আদালত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার সঙ্গে সম্পর্কিত ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। আদালতের এই নির্দেশনা ফিলিপাইন-ভিত্তিক আরসিবিসিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, যারা চুরি যাওয়া অর্থ পাচারে জড়িত ছিল।

সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চুরির নয় বছর পর এ বছরের ১৮ সেপ্টেম্বর আদালত আরসিবিসিতে থাকা অর্থ বাজেয়াপ্ত করার এই আদেশ দেন।’

তিনি জানান, আদালতের আদেশের একটি কপি ফিলিপাইনে আরসিবিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সিআইডির আবেদনের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৭(২) (৭) অনুসারে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

ছিবগাত উল্লাহ বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো টান, মাকাতি সিটির আরসিবিসির জুপিটার ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো এবং আরসিবিসির প্রধান কার্যালয় ও জুপিটার ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে চুরি হওয়া অর্থ পাচারে জড়িত ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পেমেন্ট বন্ধ করার জন্য বার্তা পাঠানো সত্ত্বেও এই কর্মকর্তারা বেআইনিভাবে চুরি করা অর্থ বিতরণ করে দেন।

তিনি বলেন, ‘ফিলিপাইনের আদালত ইতোমধ্যেই আরসিবিসির কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি আরসিবিসি বাংলাদেশ ব্যাংককে মাত্র ৬৮ হাজার ডলার ফেরত দিয়েছিল। যা ছিল চুরি যাওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ।’

তিনি বলেন, প্রমাণের ভিত্তিতে সিআইডির তদন্তে এটি নিশ্চিত হওয়া গেছে, আরসিবিসি একটি কর্পোরেট সত্তা হিসাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ২৭ অনুযায়ী অর্থ পাচারে অপরাধী।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বাসসকে বলেন, ঢাকার আদালত এই আদেশ দিয়েছেন এবং অর্থ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক:

এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও ল-ফার্মের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত এক সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের উপস্থিতে এই নির্দেশনা দেওয়া হয়। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান বাসসকে বলেন, ‘ব্যাংকগুলো আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পাচার হওয়া অর্থের উৎস অনুসন্ধান ও ফেরত আনার কাজে যুক্ত হবে।’

তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় প্রশাসনিক ও আইনি সহায়তা দেবে।

তিনি আরও বলেন, ‘নেতৃত্বদানকারী হিসেবে কিছু ব্যাংক অন্যদের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে। চুক্তি সম্পন্ন হলে পুনরুদ্ধারকৃত অর্থ কীভাবে জমা দেওয়া হবে তা নির্ধারণ করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার প্রাথমিকভাবে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দেশের ১১টি শিল্পগোষ্ঠীকে শনাক্ত করেছে। যার মধ্যে নাসা ও এস আলম গ্রুপের নাম রয়েছে।

ওমর ফারুক খান বলেন, ‘আমরা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের (এনডিএ) আওতায় এসব সম্পদ পুনরুদ্ধার সংস্থার সঙ্গে কাজ করব। কিছু প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে।’

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগে যে-সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল ও সামিটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়া অর্থের একটি অংশ শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উপকারে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, এসব গোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থের  একটি অংশ শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের উপকৃত করেছে বলে ধারণা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন