নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বাল্কহেড ডুবি, নিখোঁজ ২
নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় আজ বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ঘনকুয়াশায় ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।