শিরোনাম
বাসস
প্রকাশ: ১৯:১২, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবি: বাসস
নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় আজ বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ঘনকুয়াশায় ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুজন হচ্ছেন পটুয়াখালী জেলার জহিরুল (২৫) ও ঝালকাঠি জেলার হাসান (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকাগামী ‘সুন্দরবন- ১৬’ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙ্গর করে রাখা বাল্কহেড ‘এমভি কাসফা সাহানা’কে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। এ ঘটনায় বাল্কহেডের ভেতরে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণ নিয়ে তীরে উঠে এলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আকিবুল ইসলাম জানান, ঘনকুয়াশার কারনে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে । ধাক্কা দেয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে।
বিআইডব্লিউটিএ-এর যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান বলেন, তীব্র ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
এর আগে গতকাল রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন— আ. গনি (৩৮), মো. সাজু (৪৫), মো. হানিফ (৬০) ও মোসা. রিনা (৩৫)। তারা সবাই ভোলা জেলার বাসিন্দা।