পত্রিকা: ’সরে দাঁড়াচ্ছেন বিএনপি’র বিদ্রোহীরা’
`সরে দাঁড়াচ্ছেন বিএনপি`র বিদ্রোহীরা` মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপি`র প্রার্থীরা। বিএনপি`র চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন তারা।