বৈশ্বিক র্যাঙ্কিংয়ে চীনা বিশ্ববিদ্যালয় বেশ ভাল করছে
সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের সর্বশেষ একটি প্রতিবেদন শিক্ষাক্ষেত্রে এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। `দ্য নিউ ইয়র্ক টাইমস`-এর এক বিশেষ প্রতিবেদনে (Chinese Universities Surge in Global Rankings as U.S. Schools Slip) উঠে এসেছে যে, গত কয়েক দশক ধরে উচ্চশিক্ষায় একাধিপত্য বিস্তার করা আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো এখন কঠিন প্রতিযোগিতার মুখে।