নিখোঁজ MH370 অনুসন্ধানে নতুন অভিযান: সাফল্য পেলেই মিলবে অর্থ
২৩৯ জন আরোহী নিয়ে ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গিয়েছিল বিমানটি। এখন পর্যন্ত এটিকে খুঁজে বের করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে, প্রায় ১২ বছর পর, রহস্যময় এই MH370 বিমানের সন্ধান পেতে আবারও শুরু হচ্ছে তল্লাশি অভিযান।