ইউরোপের শহরগুলোতে ইরানিদের সমর্থনে সংহতি সমাবেশ
ইরানের শোচনীয় অর্থনৈতিক অবস্থা এবং ভয়াবহ খাদ্য সংকটের প্রতিবাদে দেশটিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত শনিবার ইউরোপের প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীরা সমবেত হন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের বিখ্যাত `মালিভেল্ড` নামক বিশাল ঘাস চত্বরে শত শত মানুষ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।