ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিতে জাপানকে চাপ দিচ্ছে। ছবি: সংগৃহীত।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে। এই মাসের শেষের দিকে জাতিসংঘে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হলো গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ শেষ করার জন্য চাপ সৃষ্টি করা। আগামী ২২শে সেপ্টেম্বর নিউইয়র্কে ফ্রান্স এবং সৌদি আরব একটি যৌথ সম্মেলনের আয়োজন করতে চলেছে, যেখানে 'দ্বি-রাষ্ট্র সমাধান' (two-state solution) নিয়ে আলোচনা হবে, রিপোর্ট জাপান টুডে’র।
সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছে। তারা মনে করে, এই ধরনের স্বীকৃতি পরিস্থিতিকে আরও খারাপ করবে। এ কারণে তারা টোকিওকে ওয়াশিংটনের সঙ্গে একমত হতে অনুরোধ জানিয়েছে।
জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা করছে। গত রবিবার ইশিবা তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। একজন মার্কিন সরকারি সূত্র জানিয়েছে, যদি জাপান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে তা যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
এদিকে, জাপানি সরকারি সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো টেলিফোনে তার জাপানি প্রতিপক্ষ তাকেশি ইওয়াইয়ার কাছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। একই ধরনের আশা প্রকাশ করেছে ব্রিটেনও। বৃহস্পতিবার জাপানের একটি নির্দলীয় আইনপ্রণেতা গোষ্ঠী ২০৬টি স্বাক্ষরসহ ইওয়াইয়ার কাছে একটি আবেদন জমা দিয়েছে, যেখানে সরকারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।