ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞের মত

গাজায় ইসরায়েলের ‘গণহত্যায়’ সহযোগিতা ‘আমাদের সময়ের লজ্জা’।

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলের ‘গণহত্যায়’ সহযোগিতা ‘আমাদের সময়ের লজ্জা’।

মাটির সাথে মিশে গিয়ে সভ্যতাকে লজ্জা দিচ্ছে গাজা। ছবি: সংগৃহীত।

 

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) একজন জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞ পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েল গাজায় "গণহত্যা" চালাচ্ছে এবং অন্যান্য দেশের "সহযোগিতাকে" "আমাদের সময়ের লজ্জা" বলে অভিহিত করেছেন।

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ জেনেভায় সাংবাদিকদের বলেন, "অনেক রাষ্ট্রই মুখ ফিরিয়ে আছে, দুর্ভোগকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছে এবং এমনকি এর থেকে লাভও করছে।"

তিনি বলেন, "ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রয়েছে," খবর সিংগাপুর স্ট্রেইট টাইমসের।

তিনি জোর দিয়ে বলেন, "এটি কেবল নৈতিকভাবে ভুল নয়, এটি বেআইনিও।" তিনি "যেসব ব্যক্তি ইসরায়েলের দিকে বাণিজ্য এবং অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাদের জবাবদিহি" দাবি করেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদকেরা স্বাধীন বিশেষজ্ঞ, যারা জাতিসংঘের মানবাধিকার পরিষদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হন কিন্তু তারা জাতিসংঘের পক্ষে কথা বলেন না।

এই ইতালীয় বিশেষজ্ঞ গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ এবং ইসরায়েলের বিরুদ্ধে তার অবিরাম সমালোচনার জন্য ইসরায়েল ও তার কিছু মিত্রদের কঠোর সমালোচনার শিকার হয়েছেন।

প্রায় দুই বছর আগে, ৭ অক্টোবর, ২০২৩-এ হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করার পর যুদ্ধ শুরু হয়, যার ফলে বেশিরভাগ বেসামরিক নাগরিকসহ ১,২১৯ জন নিহত হন। ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে গাজায় প্রায় ৬৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন