শিরোনাম
বিবিসি নিউজ বাংলা’র সৌজন্যে
প্রকাশ: ১২:০৮, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩০, ১৩ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি শুরু হবার আগের রাতেই রাজধানী ঢাকাসহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে তিনটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়।
এর আগে রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের পল্লবী থানার পাশে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।
এছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে, রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয়া হয়। সবশেষ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ও একটি পাঁজারোতে এবং শরীয়তপুর নাউডোবা গোলচত্ত্বরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটন ঘটছে।