ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চকলেট, মদ ও গরু জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চকলেট, মদ ও গরু জব্দ

ছবি: ইউএনবি।

সিলেট সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় চকলেট, মদ, গরু ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা, রিপোর্ট ইউএনবি’র।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকা থেকে ৫ কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩ হাজার ৯০০ পিস, কিটক্যাট ৫০৪ পিস, ডেইরি মিল্ক ৩৯ হাজার ৩৬০ পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা পিকআপ জব্দ করা হয়। এসবের বাজারমূল্য ধরা হয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ১৪০ টাকা।

এ ছাড়া শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪৭ বোতল, ৬টি গরু, ২৩৯ কেজি জিরা ও ৫ হাজার ৪০ পিস বেটনোভেট ক্রিম জব্দ করা হয়। এসবের বাজারমূল্য দাঁড়ায় ১৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত ভারতীয় চকলেট ও ওষুধ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন