ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাজীপুর-৬ আসন বহালের দাবি‌তে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ

চ্যানেল ২৪ এর সৌজন্যে

প্রকাশ: ১৩:৩৭, ১২ নভেম্বর ২০২৫

গাজীপুর-৬ আসন বহালের দাবি‌তে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: চ্যানেল 24

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতা-কর্মী ও স্থানীয়রা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর বি‌ক্ষোভকারীরা ৭ দি‌নের আল্টিমেটাম দি‌য়ে মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১২ নভেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে গাজীপুরের টঙ্গী ক‌লেজগেট এলাকায় এই মানববন্ধ‌ন অনুষ্ঠিত হয়। নির্বাচন ক‌মিশ‌নের ঘো‌ষিত গাজীপুর-৬ আস‌নের গেজেট বা‌তিল ক‌রে হাইকো‌র্টের দেয়া রা‌য়ের প্রতিবাদে এই মানববন্ধ‌নের আয়োজন ক‌রা হয়।
 
মানববন্ধন‌ থেকে বিক্ষুব্ধরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অব‌রোধ ক‌রে। ভোটার আধিক্য বিবেচনায় নির্বাচন কমিশনের দেয়া গেটে বহাল রাখার দাবি জানায় বি‌ক্ষোভকারীরা। পাশাপাশি বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ ও ৭ দিনের মধ্যে রিট খারিজ না করলে ক‌ঠোর কর্মসূচির ঘোষণা দেন অব‌রোধ কারীরা। গাজীপুর-৬ আস‌নে বিএন‌পি থে‌কে ম‌নোনয়ন প্রত্যাশীদের একসঙ্গে বি‌ক্ষোভে অংশ নি‌তে দেখা গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, গাজীপুর-৬ আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ চলায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন