শিরোনাম
ইন্ডিপেনডেন্ট টিভির সৌজন্যে
প্রকাশ: ১৬:৩৭, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৭, ৭ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি বেড়েছে ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। বিক্রেতারা সরবরাহ সংকট ও আমদানি বন্ধ থাকার কথা বলছেন। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে, প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ১১০ থেকে ১২০ টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় ৪০ টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের কথা বলছেন বিক্রেতারা। তাদের দাবি, আমদানি বন্ধ থাকার পাশাপাশি কৃষকের মজুত কমে যাওয়ায় দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা।
শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে সবজির। তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। প্রতি কেজি শিম, বেগুন কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। কাঁচামরিচের কেজি ১০০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মাঝারি আকারের ফুলকপির দাম ৫০ টাকা।
এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে।