ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাসান উদ্দিন সরকার বললেন

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৫৩, ৮ নভেম্বর ২০২৫

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন

হাসান উদ্দিন সরকার গাজীপুরে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন। ছবি: বাসস

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন।

আজ গাজীপুর সিটির ছয়দানায় মালেকের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন, রিপোর্ট বাসসের। 

তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না, চাই জনগণের ভোটাধিকার। শহর থেকে গ্রাম পর্যন্ত সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার।

হাজী আব্দুস ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আজিজুল হক, রাজু মাস্টার, তাজুল ইসলাম বেপারী, শফিউল্লাহ খান বকুল, মো আবুল কালাম, শফিকুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন