ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭
শিরোনাম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে।
রাতভর বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। সকালের দিকেও কুয়াশাচ্ছন্ন থাকে পথঘাট। ঘন কুয়াশায় যেন দৃষ্টিসীমাও সীমাবদ্ধ। সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রির ঘরে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
দেশের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘন কুয়াশার দাপটে দৃষ্টিসীমা তলানিতে নেমে যাওয়ায় ঢাকা নামতে না পারা চারটি বিমান গভীররাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের ওই চারটি ফ্লাইটে ১ হাজার ১৬৭ জন যাত্রী ছিলেন।
পৌষ ও মাঘ, এই দুই মিলে শীতকাল। আর ইংরেজি ক্যালেন্ডার হিসেবে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে জানুয়ারিকে বলা হয় বছরের শীতলতম মাস।
ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। আজ শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
জেলা সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
bizbangla24