পত্রিকা: ’কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ফেরারি ৭ শতাধিক
কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ফেরারি ৭ শতাধিক— বণিক বার্তার শেষের পাতার সংবাদ এটি। এই খবরে বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানে সরকার পতনের আগে-পরে দেশের ১৭টি কারাগারের বন্দিরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পালিয়ে যান নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগারের সব বন্দি।