ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

১৩ কার্তিক ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কেনিয়ায় পর্যটক বিমান দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৫১, ২৮ অক্টোবর ২০২৫

কেনিয়ায় পর্যটক বিমান দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

কেনিয়ার উপকূলের কাছে একটি বিমান দুর্ঘটনায় ১০ জন ইউরোপীয় পর্যটক এবং একজন স্থানীয় পাইলট নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত।

 

কর্মকর্তারা জানিয়েছেন, কেনিয়ার উপকূলের কাছে একটি বিমান দুর্ঘটনায় ১০ জন ইউরোপীয় পর্যটক এবং একজন স্থানীয় পাইলট নিহত হয়েছেন।

কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (KCAA) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫:৩০ মিনিটে (জিএমটি ০২:৩০) জনপ্রিয় বিচ রিসর্ট ডিয়ানি (Diani) থেকে বিশ্বখ্যাত মাসাই মারা (Maasai Mara) গেম পার্কের একটি এয়ারস্ট্রিপের দিকে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়, রিপোর্ট বিবিসি’র। 

মোম্বাসা এয়ার সাফারি (Mombasa Air Safari) জানিয়েছে যে বিমানটিতে আটজন হাঙ্গেরিয়ান, দুইজন জার্মান এবং একজন কেনিয়ান পাইলট ছিলেন এবং তারা সকলেই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

কোম্পানিটি এক বিবৃতিতে আরও বলেছে, "এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা।"

স্থানীয় গণমাধ্যমগুলো দুর্ঘটনাস্থলে আগুন লেগে থাকা বিমানের ছবি প্রকাশ করেছে, যেখানে ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

কোয়ালে কাউন্টি কমিশনার স্টিফেন অরিণ্ডে বিবিসিকে জানান যে ডিয়ানি থেকে ওড়ার প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে কোয়ালে শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি মাসাই মারা-এর একটি এয়ারস্ট্রিপ কিচওয়া টেমবো-এর দিকে যাচ্ছিল, যা বন্যপ্রাণীর কারণে ছুটি কাটাতে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

অরিণ্ডে বলেন, "যাত্রীরা সবাই পর্যটক ছিলেন।"

তিনি জানান যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে, তবে তিনি ইঙ্গিত দেন যে এর কারণ খারাপ আবহাওয়া হতে পারে। অরিণ্ডে বলেন, "এই মুহূর্তে আবহাওয়া খুব একটা ভালো নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর কুয়াশা রয়েছে, তবে আমরা (তদন্তের ফলাফল) নিয়ে আগাম কিছু বলতে পারি না।"

উল্লেখ্য, এর আগে আগস্ট মাসে রাজধানী নাইরোবির উপকণ্ঠে মেডিক্যাল চ্যারিটি অ্যামরেফ-এর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছিল, যেখানে ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন