ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

১৩ কার্তিক ১৪৩২, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

এস আলমের ৪৬৯ একর জমি জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩১, ২৮ অক্টোবর ২০২৫

এস আলমের ৪৬৯ একর জমি জব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। ছবি: বাসস।


এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৬৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব সম্পত্তিগুলো গাজিপুর ও কক্সবাজার জেলায় অবস্থিত।

আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন, রিপোর্ট বাসসের। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে দেখা যায় যে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ও তার সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। 

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ অন্যত্র হাস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। 

অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ও তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন