ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৭ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

খুলনায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ১০৪ জেলে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৫৫, ২২ অক্টোবর ২০২৫

খুলনায় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ১০৪ জেলে গ্রেপ্তার

প্রতীকি ছবি। বাসস।

ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করার জন্য গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গোপসাগরে অবৈধভাবে মা ইলিশ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ১০৪ জন জেলেকে আটক করেছে।

এছাড়াও, এই অভিযানের সময় ছয়টি মাছ ধরার ট্রলার আটক করা হয়, রিপোর্ট ইউএনবি’র।

আটককৃতদের নৌবাহিনীর হেফাজতে মঙ্গলবার রাতে মংলার দিগরাজ নৌ ঘাঁটিতে আনা হয়, সেখানে পুলিশও উপস্থিত ছিল।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক চন্দ্র গাইন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে নেমেছিল।

তিনি জানান, টহলরত নৌবাহিনীর সদস্যরা মঙ্গলবার একটি অভিযান পরিচালনা করে এবং ১০৪ জন জেলেসহ ছয়টি ট্রলারকে আটক করে।

আটককৃত জেলেরা বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী এবং মহিপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি আরও জানান, ট্রলারগুলোতে ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া গেছে।

কর্মকর্তাটি এও জানান যে, জব্দকৃত মাছগুলো নিলামে বিক্রি না করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে।

এর আগে, গত ১৮ অক্টোবর নৌবাহিনী এফবি শুভ যাত্রা নামের একটি ভারতীয় ট্রলারকে ১৪ জন ভারতীয় জেলেসহ জব্দ করেছিল, যাদের পরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন