ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৭ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

অতিরিক্ত দাবি করলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৫৫, ২২ অক্টোবর ২০২৫

অতিরিক্ত দাবি করলে  ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না

ছবি: মেহর নিউজের সৌজন্যে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেছেন যে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই দু'পক্ষের মধ্যে আলোচনার পূর্ববর্তী দফাগুলো স্থগিত হয়ে গিয়েছিল এবং তা আর এগোয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি জোর দিয়ে বলেছেন যে, যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার অতিরিক্ত দাবির নীতি বজায় রাখবে এবং অযৌক্তিক দাবিতে জোর দেবে, ততক্ষণ পর্যন্ত ইরান আলোচনার টেবিলে ফিরে যাবে না, রিপোর্ট মেহর বার্তা সংস্থার। 

নেতৃস্থানীয় আয়াতুল্লাহ খামেনির মন্তব্য: গত ২৩ সেপ্টেম্বরের মন্তব্যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অসারতা ব্যাখ্যা করে বলেন, "মার্কিন পক্ষ আলোচনার ফলাফল নিজেদের দৃষ্টিকোণ থেকে আগেই নির্ধারণ করে ঘোষণা করেছে এবং তারা এমন আলোচনা চায় যার ফল হবে ইরানের অভ্যন্তরে পারমাণবিক কার্যক্রম ও সমৃদ্ধিকরণ বন্ধ করা।"

চাপিয়ে দেওয়া শর্ত: তিনি এ ধরনের আলোচনায় অংশ নেওয়াকে নির্দেশ, চাপিয়ে দেওয়া শর্ত এবং জবরদস্তি মেনে নেওয়ার সমতুল্য বলে বর্ণনা করেন।

ক্ষেপণাস্ত্রের দাবি: খামেনি আরও বলেন, "এখন তিনি (মার্কিন প্রেসিডেন্ট) বলছেন যে সমৃদ্ধিকরণ অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু মাত্র কয়েক দিন আগে তাদের একজন কর্মকর্তা বলেছেন যে ইরানের মাঝারি-পাল্লার বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রও রাখা উচিত নয় - যার অর্থ হলো ইরানের হাত এমনভাবে বাঁধা উচিত যে তারা আক্রান্ত হলেও মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে পাল্টা জবাব দিতে না পারে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন অতিরিক্ত দাবির নীতি পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে যাবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন