ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৭ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

তত্ত্বাবধায়ক সরকারে রাজনৈতিকভাবে যুক্ত কেউ থাকা উচিত নয়: রিজভী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩৮, ২২ অক্টোবর ২০২৫

তত্ত্বাবধায়ক সরকারে রাজনৈতিকভাবে যুক্ত কেউ থাকা উচিত নয়: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ফাইল ছবি।


বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন তত্ত্বাবধায়ক প্রশাসনের রূপ নেবে, তখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিকে এর মধ্যে রাখা যাবে না।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মূল ধারণাটিই হলো নিরপেক্ষতা। তাই এই প্রশাসন শুরু হলে কোনো দলীয় ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ধারী কারও থাকার সুযোগ নেই, রিপোর্ট ইউএনবি’র। 

জনগণের আস্থা ফেরানো: রিজভী বলেন, ভোটের ব্যবস্থার ওপর গত ১৬ বছরে যারা আস্থা হারিয়েছেন, তারা যদি দেখেন যে সরকার যথাযথভাবে কাজ করছে, তবেই তাদের মধ্যে আবার বিশ্বাস ফিরতে শুরু করবে। এ কারণে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই নিরপেক্ষতা ও নির্দলীয়তা প্রদর্শন করতে হবে।

প্রশাসনিক সংস্কার: তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরের স্বৈরাচারী শাসনের "অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডে" জড়িত কর্মকর্তারা প্রশাসনে থাকলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না।

দোষী কর্মকর্তাদের অপসারণ: রিজভী আহ্বান জানান, যারা "ফ্যাসিস্টদের রক্ষা করতে কাজ করেছে এবং অবৈধ কাজ করেছে" তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাদের অপসারণ না করা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সামরিক কর্মকর্তাদের জেল প্রসঙ্গে: ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে দায়ের করা দুটি গুমের মামলা এবং একটি জুলাই অভ্যুত্থান হত্যার মামলায় ১৫ জন কর্মরত সামরিক কর্মকর্তাকে জেলে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এই বিষয়গুলো আইনগত প্রক্রিয়ার অংশ এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি জোর দিয়ে বলেন, যারা অপরাধ করেছেন, তাদের বিচার হবে এবং অবশ্যই তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে, কোনো হস্তক্ষেপ ছাড়াই। অভিযুক্তরা আদালতে তাদের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন এবং আদালত দোষী সাব্যস্ত করলে তাদের শাস্তি ভোগ করতে হবে।

জুলাই সনদ: তিনি বলেন, জুলাই সনদকে প্রায় সব দলই মেনে নিয়েছে এবং এর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

পরিবর্তন ও পরিবেশ: রিজভী উল্লেখ করেন যে ৫ আগস্টের পর অনেকের মনোভাবের পরিবর্তন হলেও আইন-শৃঙ্খলার অবস্থার তেমন উন্নতি হয়নি। এছাড়াও, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তার দল ক্ষমতায় ফিরলে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার ঘোষণা করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন