ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৩৩, ২৯ অক্টোবর ২০২৫
প্রতীকি ছবি। সংগৃহীত।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় এখবর দিয়েছে বাসস।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজাবাসীর ভোগান্তি এড়াতে আমরা ইসরাইলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’