ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭:১৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:২৫, ৩০ অক্টোবর ২০২৫
ছবি: বাসস।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে সবসময় মতের মিল না হলেও তাদের ‘অংশীদার ও বন্ধু’ হওয়ার জন্য প্রচেষ্টা চালানো উচিত।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন, খবর বাসসের।
বুসান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৈঠকে সি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র প্রধান দেশ হিসেবে আমাদের দায়িত্ব যৌথভাবে কাঁধে নিতে পারে এবং আমাদের দুই দেশ ও সমগ্র বিশ্বের কল্যাণে আরও মহান ও বাস্তবসম্মত অনেক কিছু একসঙ্গে অর্জন করতে পারে।’
দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সঙ্গে বৈঠককে ‘বড় সফলতা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, আগামী বছর এপ্রিল মাসে তিনি নতুন করে আলোচনার জন্য চীন সফরে যাবেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমি এপ্রিল মাসে চীন যাচ্ছি এবং এরপর তিনি (সি চিন পিং ) যুক্তরাষ্ট্রে আসবেন, সেটা ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটন ডিসি— যেখানেই হোক।
ট্রাম্প আরও বলেন, ‘বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বৈঠকে আমরা অনেক বিষয় চূড়ান্ত করেছি।’ তিনি সি চিন পিংকে ‘অত্যন্ত শক্তিশালী একটি দেশের অসাধারণ নেতা’ হিসেবে প্রশংসা করেন।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এর সঙ্গে বৈঠকে বিরল খনিজ নিয়ে বাধা দূর হয়েছে। দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে এক বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে।
চীন ‘বিরল খনিজ’ পদার্থের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এসব খনিজ পদার্থ ঘরোয়া যন্ত্রপাতি থেকে শুরু করে গাড়ি, জ্বালানি এবং অস্ত্র তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, সব বিরল খনিজের বিষয়টি সমাধান হয়েছে এবং এটি বিশ্বের সবার জন্য প্রযোজ্য।
তিনি জানান, চুক্তিটি এক বছরের জন্য এবং প্রতিবছর পুনরায় আলোচনা করে নবায়ন করা হবে।
এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প জাপানের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ‘বিরল খনিজ নিয়ে এখন আর কোনো বাধা নেই । আশা করি এই শব্দটি কিছুদিনের জন্য আমাদের শব্দভাণ্ডার থেকে মুছে যাবে।’