ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

চীনের উচেনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৫৭, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:০২, ৮ নভেম্বর ২০২৫

চীনের উচেনে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু

চীনের চেচিয়াং প্রদেশের উচেনে, আজ (শুক্রবার) শুরু হয়েছে, ২০২৫ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন।

এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: “উন্মুক্ত সহযোগিতা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্মার্ট ভবিষ্যত গঠন—যৌথভাবে সাইবারস্পেসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা”।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এর রিপোর্ট।

দেশি-বিদেশি অতিথিরা বলেন যে, ১০ বছর আগে প্রেসিডেন্ট সি চিন পিং সৃজনশীলভাবে সাইবারস্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার ধারণাটি উত্থাপন করেন, যা ইন্টারনেট ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা এবং হাতে হাত রেখে সাইবারস্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার পথ নির্দেশ করেছিল। সম্প্রতি সমাপ্ত সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী পাঁচ বছরে চীনের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য একটি কর্মপরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে এবং ইন্টারনেট ক্ষেত্রে উদ্ভাবনী উন্নয়ন প্রচারের জন্য একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করা হয়েছে, যা নিঃসন্দেহে বিশ্বব্যাপী ইন্টারনেটের উন্নয়নের জন্য আরও নতুন সুযোগ নিয়ে আসবে বলে তারা মনে করেন।

দেশি-বিদেশি অতিথিরা মনে করেন যে, উদ্ভাবন-চালিত উন্নয়ন মেনে চলা, একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপ্লিকেশনের জনপ্রিয়করণ প্রচার করা প্রয়োজন। সাধারণ নিরাপত্তাকে ভিত্তিপ্রস্তর হিসেবে মেনে চলা, বিনিময় ও সংলাপ জোরদার করা, উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয় সাধন করা এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সাইবারস্পেস তৈরি করা উচিত্।

“উন্মুক্ত সহযোগিতা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্মার্ট ভবিষ্যত গঠন—যৌথভাবে সাইবারস্পেসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা” প্রতিপাদ্যে এবারের সম্মেলনে ডিজিটাল অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাল সুরক্ষা ও উত্তরাধিকারসহ নানা বিষয়ে ২৪টি উপ-ফোরামের আয়োজন করা হবে। ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি অতিথি এতে অংশগ্রহণ করবেন।

সম্মেলন চলাকালে, ব্লকচেইন, স্মার্ট কৃষি ও এআই-সহ বিভিন্ন অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয় নিয়ে ২৪টি শাখা ফোরাম অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন