শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৩, ৯ নভেম্বর ২০২৫
লেবাননে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত।
লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই রয়েছেন। দক্ষিণ-পূর্ব লেবাননের মাউন্ট হার্মোনে তাঁদের গাড়িতে হামলা চালানো হয়, রিপোর্ট করেছে সুইডেন হেরাল্ড।
ইসরায়েল ওই এলাকায় হামলা চালানোর কথা স্বীকার করে বলেছে, তারা হিযবুল্লাহর সঙ্গে যুক্ত দুই অস্ত্র পাচারকারীকে লক্ষ্য করে আক্রমণ করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ লেবাননের বারাশিত গ্রামে আরেকটি গাড়িতে চালানো হামলায় অন্য একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বিন্ট জেবাইল শহরে তৃতীয় একটি হামলায় সাতজন আহত হন।
ইসরায়েল এবং লেবাননের মিলিশিয়া দল হিযবুল্লাহর মধ্যে কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক সমালোচনা সৃষ্টি হয়েছে, যার মধ্যে সর্বশেষ এসেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে।
ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি শনিবার এক বিবৃতিতে বলেছেন, "সকল পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি বজায় রাখা এবং এখন পর্যন্ত অর্জিত অগ্রগতির দিকে মনোনিবেশ করতে হবে।"