শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৭, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮, ৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ডাক বহনকারী ইউপিএন-এর একটি বিমান বিধ্বস্ত হলে অন্তত ৪ জন মারা যান। ছবি: সংগৃহীত।
এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ৪ঠা নভেম্বর কেনটাকির লুইসভিল-এ উড্ডয়নের পরপরই ইউপিএস-এর একটি ওয়াইড-বডি কার্গো বিমান বিধ্বস্ত হয় এবং বিশাল এক আগুনের গোলায় পরিণত হয়। এতে কমপক্ষে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুন আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন একটি শিল্প করিডোরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। নিশ্চিত হওয়া নিহতদের মধ্যে একজনকে এবং আহত ১১ জনকে বিমানবন্দর কর্মকর্তারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন, খবর সিংগাপুর স্ট্রেইট টাইমসের।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, কিছু লোক "খুব গুরুতর" আঘাত পেয়েছেন এবং জরুরি কর্মীরা বিমানবন্দরের কাছে তখনও জ্বলতে থাকা আগুন নেভালে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
তিন ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে হনলুলু পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টার ফ্লাইটের জন্য জ্বালানি ভরা ছিল।
ইউপিএস জানিয়েছে, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন।
ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, ক্রু সদস্যদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লুইসভিল বিমানবন্দরের একজন মুখপাত্র পরে চতুর্থ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।