ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজবাড়ীতে নুরা পাগলার দরবারে হামলা

কু‌ষ্টিয়ায় লালন আখড়াবাড়ি‌তে নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:২০, ৬ সেপ্টেম্বর ২০২৫

কু‌ষ্টিয়ায় লালন আখড়াবাড়ি‌তে নিরাপত্তা জোরদার

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহে্র আখড়াবা‌ড়ি‌। বাসস।

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহে্র আখড়াবা‌ড়ি‌তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (৬ সে‌প্টেম্বর) বেল‌া ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবে‌শের প্রধান গে‌টে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে, রিপোর্ট ইউএনবি’র।

পু‌লিশ জানায়, গতকাল রাজবাড়ীতে মাজা‌রে হামলাসহ কিছু ইস‌্যু মাথায় রে‌খে জেলায় বাড়‌তি নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। এরই অংশ হি‌সে‌বে লালন আখড়াবা‌ড়ি‌তে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

দুপুর সা‌ড়ে ৩টার দি‌কে ফ‌কির লালন শা‌হে্র আখড়াবা‌ড়ি‌তে গি‌য়ে প্রবেশ গে‌ট পার হ‌য়ে ভেতরে ডানপা‌শে গোলঘ‌রের সাম‌নে কথা হয় পু‌লি‌শের সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) আলম হো‌সেনের সাথে।

লালন আখড়াবা‌ড়িতে পু‌লিশ মোতায়‌নের বি‌শেষ কোন কারণ আছে কিনা জান‌তে চাইলে তি‌নি ব‌লেন, আপনারা জা‌নেন গতকাল রাজবাড়ী‌তে মাজার কে‌ন্দ্রিক এক‌টি ঘটনা ঘ‌টে‌ছে। সম্ভবত সেই জায়গা থে‌কে বাড়‌তি সতকর্তার কার‌ণে আমা‌দের পু‌লিশ লাইন থে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘণ্টা পুলিশ মাজারের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এ বিষ‌য়ে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস‌্যু নি‌য়ে লালন মাজারে বাড়‌তি নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।  

এদিকে, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজবাড়ির  আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে গতকাল কয়েক দফায় হামলার পর ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দরবার এলাকায় অবস্থান করে দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ায় অবস্থিত নুরাল পাগলার দরবারের সামনে অতিরিক্ত পুলিশ রয়েছে। দরবারের ভেতরে একটি তিনতলা এবং অপরটি দ্বিতল ভবন। তিনতলা ভবনে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন নুরাল পাগলা। প্রতিটি ভবনের সবকটি কক্ষ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দামি দামি আসবাবপত্র সব খোয়া গেছে। অবশিষ্ট জিনিসপত্র ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ভবন থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত নুরাল পাগলার আস্তানা। টিনশেড ওই ঘরটিতে বসে ভক্তদের সঙ্গে সময় কাটাতেন তিনি। তার মৃত্যুর আগেই টিনশেড ঘরসহ সমতল ভূমি থেকে কয়েক ফুট উচুঁ করে বেদি তৈরি করা হয়। বেদির ওপর একপাশে টিনশেড ঘরে বসে তিনি সময় কাটাতেন, আর মৃত্যুর পর অপরপাশে নুরাল পাগলাকে কবর দেওয়া হয়।

 

আরও পড়ুন