ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবি: বাসস।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে।
এ সময়সীমা আর বৃদ্ধি করা হবে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে, রিপোর্ট করেছে বাসস।
ধর্ম মন্ত্রণালয়ের ওয়েনসাইট অনুযায়ী আজ অব্দি ২০২৬ সালের জন্য সরকারি মাধ্যমে ২,৪৬৯ জন ও বেসরকারি মাধ্যমে ৪৮,১৬০ জন ব্যক্তি হ্জ্ব পালনের জন্য প্রাক-নিবন্ধিত হয়েছেন।