ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই, প্রধান উপদেষ্টার শোক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন আর নেই, প্রধান উপদেষ্টার শোক

’লালন কন্যা’ হিসেবে খ্যাত ফরিদা পারভীন। ছবি: বাসস।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশিষ্ট লোকসংগীত ও লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দশকের পর দশক ধরে তাঁর কণ্ঠে লালনের গান মানুষের মন ছুঁয়ে গেছে।

এক শোকবার্তায় তিনি বলেন, "তাঁর গান আমাদের সংস্কৃতির অভ্যন্তরীণ দর্শন এবং জীবনের গভীর অর্থকে এক নতুন স্তরে উন্নীত করেছে।"

'লালনগীতি’র রানী হিসেবে ব্যাপকভাবে পরিচিত এই জনপ্রিয় লোকসংগীত শিল্পী শনিবার রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর, রিপোর্ট ইউএনবি’র।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন যে ফরিদা পারভীন নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার গান পরিবেশন করলেও শ্রোতাদের কাছে তিনি 'লালন কন্যা' হিসেবেই সর্বাধিক পরিচিত ছিলেন।

তিনি বলেন, অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েও ফরিদা পারভীন কখনো সঙ্গীত থেকে দূরে সরে যাননি। "গানের প্রতি তাঁর আবেগ প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।"

তিনি আরও বলেন, একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর দেশের সংগীতে যে অবদান, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন চিন্তা ও সৃজনশীলতার জন্ম দেবে।

উইকিপেডিয়া থেকে: ফরিদা পারভিন (৩১ ডিসেম্বর ১৯৫৪ – ১৩ সেপ্টেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশী লোকসঙ্গীতশিল্পী। তিনি লালন সঙ্গীতের জন্য সববেশি জনপ্রিয় ও তাকে "লালনকন্যা" ও "লালন সম্রাজ্ঞী" হিসাবে অভিহিত করা হয় সঙ্গীতে তার অবদানের তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ফরিদা পারভীনের কর্মজীবন সঙ্গীতময়। শুধু লালনের গান নয়, তিনি একাধারে গেয়েছেন আধুনিক এবং দেশাত্মবোধক গান। ফরিদা পারভীনের গাওয়া আধুনিক, দেশাত্মবোধক কিংবা লালন সাঁইয়ের গান সমান ভাবেই জনপ্রিয়। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীর তটে' 'তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম', 'নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কী সাধ আছে বলো', 'খাঁচার ভিতর', 'বাড়ির কাছে আরশি নগর' ইত্যাদি।
 

আরও পড়ুন