শিরোনাম
বাসস
প্রকাশ: ১৯:৩৪, ১ জানুয়ারি ২০২৬
প্রতীকি ছবি: বাসস।
কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকার মূল্যের ৭০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মধ্যরাত ১২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড সদর স্টেশন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লাখ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় বলেও জানানো হয়েছে।
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ভোলার দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাতটি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করা হয়।
জব্দকৃত বোট ও জাল এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।