ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী এনসিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:০৯, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১২, ১৯ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী এনসিপি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। ছবি: বাসস।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের চাহিত প্রতীক ‘শাপলা’ নিয়েই অংশ নিতে পারবে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এই আশাবাদ ব্যক্ত করেন, রিপোর্ট বাসসের। 

এই বৈঠকে উপস্থিত ছিলেন— এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ইসি’র পাঠানো চিঠির জবাব দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাখ্যা চেয়েছি। আমরা বিশ্বাস করি, ইতিবাচক সমাধান আসবে এবং ইনশাল্লাহ শাপলা প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নেব।’

তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে চারটি বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। প্রথমত, ভোটার তালিকা থেকে মৃত ও প্রবাসী ভোটার অপসারণ; দ্বিতীয়ত, প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা; তৃতীয়ত, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং চতুর্থত, প্রতীক বরাদ্দে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।’

এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে চাই। প্রতীক বরাদ্দে যেন সব দলের প্রতি সমান আচরণ করা হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’

যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের দল প্রতীক বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। শাপলা প্রতীক এনসিপি’র পরিচয় বহন করে, তাই আমরা সেটিই ধরে রাখতে চাই।’

যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা জানান, ‘আমরা আইনগত কাঠামোর মধ্যে থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আশা করি, কমিশন গণতান্ত্রিক চেতনার প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গঠনে কমিশনের উদ্যোগকে সমর্থন করেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন